খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, গত বছর সরকার গঠন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল। এবছর খাদ্যের মজুদ সবচেয়ে বেশি হওয়ায় আশা করছেন, চালের দাম বাড়বে না।
আজ রোববার সচিবালয়ে খাদ্যশস্য মজুদের বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, বর্তমানে দেশের সরকারি গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। এছাড়া ২৪ লাখ টন খাদ্যশস্য আরও বাড়ানোর সক্ষমতা সরকারের রয়েছে।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, গত পাঁচ বছরের তুলনায় এ বছর খাদ্যশস্য মজুদ সর্বোচ্চ। তিনি বলেন, সাপ্লাই চেইন যদি আমরা ঠিকভাবে রাখতে পারি, তাহলে বাজারে চালের দাম বাড়বে না।
উপদেষ্টা জানান, ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে এবং এখানে রাজনৈতিক কোনো ইস্যু দেখছি না।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

