ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: ফারুক ই আজম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫১
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সক্রিয় আছেন। তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে। মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হবে।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থান অধিদপ্তর পরবর্তীতে কার্যকর থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- নতুন যে সরকার আসবে, তারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করেই আসবে বলে প্রত্যাশা করি। 

তিনি আরও বলেন, টিআর- কাবিখা তে বরাদ্দ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। যথাযথভাবে যেন পুনর্বাসন কার্যক্রম চলে। এখন থেকে ইউএনওরা টিনসহ কিছু সামগ্রী স্থানীয়ভাবে সরকারের নিয়ম অনুযায়ী কিনবেন। 

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত