আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫৯৩ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

আতিকুর রহমান নগরী

৫৯৩ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫৯৩ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৭ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (বেতনক্রম ৩৫,৫০০–৬৭,০১০ টাকা) উন্নীত করা হয়েছে।

বিজ্ঞাপন

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান পদ ও কর্মস্থলে ‘ইনসিটু’ অবস্থায় দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ২৪ নভেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের পার–১ শাখায় তাদের যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগ অনুযায়ী পদোন্নতি পাওয়া চিকিৎসক সংখ্যা:

অ্যানাটমি ৭ জন, এন্ডোক্রাইনোলজি ৩০ জন, কার্ডিওলজি ১৫৭ জন, ক্লিনিক্যাল প্যাথলজি ৬ জন, পেডিয়াট্রিকস ২৭৯ জন, বায়োকেমিস্ট্রি ৩১ জন, মেডিকেল অনকোলজি ৬ জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ৬৫ জন এবং ল্যাবরেটরি মেডিসিন ১২ জন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সুপারনিউমারারি পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মস্থল বা দায়িত্ব পরিবর্তন করতে পারবেন না।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন