আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনেই সাড়ে ৩ হাজার নিবন্ধন

স্টাফ রিপোর্টার

পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনেই সাড়ে ৩ হাজার নিবন্ধন

পোস্টাল ভোট বিডি অ্যাপে ১৯ নভেম্বর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গত মঙ্গলবার প্রবাসী ভোটার এবং দেশের ভেতরের তিন ধরনের ভোটারের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন। অ্যাপ চালুর পর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেন ৩ হাজার ৩৯১ জন। নিবন্ধিতদের মধ্যে পুরুষের সংখ্যা ৩ হাজার ২০৪ এবং নারীর সংখ্যা ১৮৭।

বিজ্ঞাপন

১৯ নভেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে সর্বাধিক ১ হাজার ৭৪৫ জন নিবন্ধন করেছেন। জাপান থেকে ৬৯০ জন, চীন থেকে ৩৬৮ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এছাড়া লিবিয়া থেকে ৬১, মিশর থেকে ৫২, উগান্ডা থেকে ১৯ এবং মোজাম্বিক থেকে ১৫ জন ভোটার নিবন্ধন করেছেন। একই সময়ে মরিশাস থেকে ১৪, নাইজেরিয়া ও লাইবেরিয়া থেকে প্রত্যেকে ১১ জন, বতসোয়ানা থেকে ৯, রিপাবলিক অব কঙ্গো থেকে ৬, তানজানিয়া থেকে ৫ এবং কেনিয়া ও মরক্কো থেকে ৪ জন করে ভোটার নিবন্ধন করেন

কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনের সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪২৩–এ পৌঁছায়। প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরের তিন ধরনের ভোটার ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবেন। এই সময় যেসব প্রবাসী বাদ পড়বেন, তারাও নিবন্ধন করার সুযোগ পাবেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন