আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশি ব্যারিকেডে আটকে সমাবেশে রূপ নিল ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

স্টাফ রিপোর্টার

পুলিশি ব্যারিকেডে আটকে সমাবেশে রূপ নিল ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা পর্যন্ত অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে কর্মসূচিটি থামিয়ে দিয়ে সমাবেশে রূপ নেয়।

জুলাই ঐক্যের নেতাকর্মীরা মধ্য বাড্ডায় অবস্থান নিয়ে বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এমনকি আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন