আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসি সচিব বললেন

নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ পর্যবেক্ষক আসতে আগ্রহী

স্টাফ রিপোর্টার

নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ পর্যবেক্ষক আসতে আগ্রহী

আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৫০ বিদেশি সাংবাদিক ও ৭৮ পর্যবেক্ষক বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া আসন্ন নির্বাচনের সময় মোবাইল ব্যাকিং সেবা পুরোপরি বন্ধ করা হবে না।

বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ব্যাংকিং নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ইসি সচিব এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা ৮৩ বিদেশি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানিয়েছি। যাদের মধ্যে ৩৬ জন নিশ্চিত করেছেন। আর প্রত্যাখ্যান করেছেন পাঁচজন এবং বাকিদের আসা-না আসার বিষয়টি এখনো সংশ্লিষ্টরা নিশ্চিত করেনি। এসব আমন্ত্রিতরা ভোটের সময় ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।

এছাড়া, আরো বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ পর্যবেক্ষক আসতে চান। বর্তমানে ইইউ পর্যবেক্ষক ৫৮ জন ভোট পূর্ববর্তী কার্যক্রম পর্যবেক্ষণে রয়েছেন। এ সময় ইসি সচিব জানান, আসন্ন ভোটে বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা তিনশর কাছাকাছি যেতে পারে।

অপর এক প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এবারের নির্বাচনে ভোটগণনায় সময় বেশি লাগবে। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন, এ কারণে গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বৈঠকে মোবাইল ব্যাংকিংয়ের বিষয়ে আমরা কথা বলেছি। তবে নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিং সেবা এবার পুরোপুরি বন্ধ করা হবে না। তবে কার্যক্রমটি সীমিত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন