বিহারী ক্যাম্পে পানির সমস্যা সমাধানে ওয়াসার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২০: ৫৫
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২০: ৫৯

পল্লবীর বিহারী ক্যাম্পগুলোর পানি সমস্যার সমাধানের জন্য রবিবার ওয়াসার কাওরান বাজারের হেড অফিসে দ্বিতীয় দফায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়াসারের ডিএমডি (অর্থ) মোস্তাফিজুর রহমান।

সভায় বিহারী ক্যাম্পে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত মাহমুদকে।

বিজ্ঞাপন

বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ)-এর প্রধান পৃষ্ঠপোষক জননেতা নেয়াজ আহমদ খান সভায় বিহারীদের পক্ষে নেতৃত্ব দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাউসার পারভেজ ভুলু, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদ, শেখ ইয়াসির পাপ্পু, আরমান দিল্লীওয়ালা, মাহতাব ভাসানী, সীমা মুলতান, আনিসুর রহমান বেচু, আসমা বেগম, মোঃ সাব্বির, মোহাম্মদ সনু, নান্নু মহাজন প্রমুখ।

সভায় ওয়াসারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জোন-১০-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন এনজিওর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

এসআর/

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত