আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৭ দিনে রেমিট্যান্স এল ৩৩ হাজার কোটি টাকা

আমার দেশ অনলাইন

২৭ দিনে রেমিট্যান্স এল ৩৩ হাজার কোটি টাকা

ডিসেম্বর মাসে উল্লেখযোগ্য হারে প্রবাসী আয় (রেমিট্যান্স) আসছে। এ মাসের প্রথম ২৭ দিনে এসেছে ২৭৫ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, যদি রেমিট্যান্স আহরণের চলমান এ প্রবাহ অব্যাহত থাকে, তবে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে এক শক্তিশালী ভিত্তি স্থাপন করবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ২৭ ডিসেম্বর সময়ে দেশে ২৭৫ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন