
নভেম্বরে রেমিট্যান্স বাড়ল ৩১.৩৭ শতাংশ
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী নভেম্বর মাসে প্রবাসীরা ২৮৮ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩৭ শতাংশ বেশি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী নভেম্বর মাসে প্রবাসীরা ২৮৮ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩৭ শতাংশ বেশি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি নভেম্বর মাসের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৬৮১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি মার্কিন (এক দশমিক ৫২ বিলিয়ন) ডলারেরও বেশি রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৫৭১ কোটি টাকা।



















