আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিসেম্বরের ১৭ দিনে এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

অর্থনৈতিক রিপোর্টার

ডিসেম্বরের ১৭ দিনে এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। গত বছরের ডিসেম্বরের প্রথম ১৭ দিনে এসেছিল ১৭৬ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে প্রবাসীরা ২৮৮ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩৭ শতাংশ বেশি। গত বছরের নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯৯ লাখ ডলার।

চলতি বছরের নভেম্বর মাসের প্রবাসী আয় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। গত অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলারের আয় এসেছিল।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ এসেছে ১৫ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রেমিট্যান্স ১৬ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন