হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
বুধবার রাত ১০টার দিকে শাহবাগে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে এই দু:খ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। একই সাথে এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। কিন্তু শিক্ষার্থীরা এতেও রাজি হয়নি।
ডিএমপি কমিশনার বলেন, তোমরা আমার পরম স্নেহের। আমার ছেলের বয়সও তোমাদের বয়সের চেয়ে বেশি। তোমাদের এই কষ্ট আমাকেও কষ্ট দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেজন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য একটা তদন্ত কমিটি আমি আগামীকাল বৃহস্পতিবার গঠন করে দেব।
বুধবার রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে মিছিল নিয়ে এগোতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

