আমার দেশ অনলাইন
মাইলস্টোন ট্র্যাজেডিতে আগের হিসাবে নিহতের সংখ্যা ছিল ৩৫, কিন্তু রোববার তা কমে দাঁড়িয়েছে ৩৪। এই পরিবর্তন নিয়ে ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ প্রাথমিকভাবে ১৫ জনের লাশ তালিকাভুক্ত ছিল। তবে পরবর্তীতে ৯ জনের লাশ অভিভাবকরা শনাক্ত করে নিয়ে গেছেন। বাকি ৬টি এবং কিছু আংশিক লাশ ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো মিলিয়ে মোট ৫টি শনাক্ত হয়েছে। ফলে সিএমএইচ-এর মৃতের সংখ্যা ১৫ থেকে কমে ১৪ হয়েছে।
সিএমএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, সিএমএইচে ১৫ লাশ দেখানো হয়েছে। এর মধ্যে নয়টি অভিভাবকরা শনাক্ত করে নিয়ে গেছেন। বাকি ছয়টি ও আংশিক লাশ ব্যাগ ছিল। শনাক্ত করা যাচ্ছিল না। ডিএনএ টেস্ট করে সেখানে ছয়টির পরিবর্তে পাঁচটি লাশ পাওয়া গেছে। যার কারণে সেই ১৫ সংখ্যা এখন ১৪তে দাঁড়িয়েছে।
এ নিয়ে সিএমএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২১ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃক মোট ১৫টি বডিব্যাগ গৃহীত হয়, যার মধ্যে তুরাগ থানা পুলিশ প্রাথমিকভাবে ১১টি, দুটি অপূর্ণাঙ্গ লাশ এবং পাঁচটির অংশবিশেষ সুরতহাল করে। ১১টির মধ্যে ৯ জন দাবিদার লাশ শনাক্ত করতে পারায় ঘটনার দিন ২১ জুলাই তুরাগ থানা পুলিশ দাবিদারদের কাছে আটটি এবং ২২ জুলাই একটি লাশ হস্তান্তর করে।
সুরতহাল করা বাকি দুটি লাশ, দুটি অপূর্ণাঙ্গ লাশ এবং পাঁচটি দেহের অংশবিশেষ থেকে ২২ জুলাই সিআইডি ফরেনসিক টিম ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন এবং পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে সিআইডি ফরেনসিক টিম পাঁচজনের লাশ শনাক্ত করে। বৃহম্পতিবার রাতে তুরাগ থানা পুলিশ পাঁচজন দাবিদারের কাছে শনাক্ত ও দেহের অংশবিশেষ হস্তান্তর করে।
মাইলস্টোন ট্র্যাজেডিতে আগের হিসাবে নিহতের সংখ্যা ছিল ৩৫, কিন্তু রোববার তা কমে দাঁড়িয়েছে ৩৪। এই পরিবর্তন নিয়ে ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ প্রাথমিকভাবে ১৫ জনের লাশ তালিকাভুক্ত ছিল। তবে পরবর্তীতে ৯ জনের লাশ অভিভাবকরা শনাক্ত করে নিয়ে গেছেন। বাকি ৬টি এবং কিছু আংশিক লাশ ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো মিলিয়ে মোট ৫টি শনাক্ত হয়েছে। ফলে সিএমএইচ-এর মৃতের সংখ্যা ১৫ থেকে কমে ১৪ হয়েছে।
সিএমএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, সিএমএইচে ১৫ লাশ দেখানো হয়েছে। এর মধ্যে নয়টি অভিভাবকরা শনাক্ত করে নিয়ে গেছেন। বাকি ছয়টি ও আংশিক লাশ ব্যাগ ছিল। শনাক্ত করা যাচ্ছিল না। ডিএনএ টেস্ট করে সেখানে ছয়টির পরিবর্তে পাঁচটি লাশ পাওয়া গেছে। যার কারণে সেই ১৫ সংখ্যা এখন ১৪তে দাঁড়িয়েছে।
এ নিয়ে সিএমএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২১ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃক মোট ১৫টি বডিব্যাগ গৃহীত হয়, যার মধ্যে তুরাগ থানা পুলিশ প্রাথমিকভাবে ১১টি, দুটি অপূর্ণাঙ্গ লাশ এবং পাঁচটির অংশবিশেষ সুরতহাল করে। ১১টির মধ্যে ৯ জন দাবিদার লাশ শনাক্ত করতে পারায় ঘটনার দিন ২১ জুলাই তুরাগ থানা পুলিশ দাবিদারদের কাছে আটটি এবং ২২ জুলাই একটি লাশ হস্তান্তর করে।
সুরতহাল করা বাকি দুটি লাশ, দুটি অপূর্ণাঙ্গ লাশ এবং পাঁচটি দেহের অংশবিশেষ থেকে ২২ জুলাই সিআইডি ফরেনসিক টিম ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন এবং পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে সিআইডি ফরেনসিক টিম পাঁচজনের লাশ শনাক্ত করে। বৃহম্পতিবার রাতে তুরাগ থানা পুলিশ পাঁচজন দাবিদারের কাছে শনাক্ত ও দেহের অংশবিশেষ হস্তান্তর করে।
দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করাসহ ২ দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রত্যাশী আবেদনকারী প্রার্থীরা।
১২ মিনিট আগেসরকারী কর্মকমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য একেএম আফতাব হোসেন প্রামাণিক শপথ গ্রহণ করেছেন।
৩২ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ও বনানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগেনতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে
১ ঘণ্টা আগে