আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খাদ্য নিয়ে রাজনীতি করবে না সরকার: খাদ্য উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো
খাদ্য নিয়ে রাজনীতি করবে না সরকার: খাদ্য উপদেষ্টা

সরকার খাদ্য নিয়ে রাজনীতি করবে না, সস্তায় পেলে যেকোনো দেশ থেকে চাল আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন সাইলো পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা। আর এই জন্য বাণিজ্যকে রাজনীতির সঙ্গে মেলানো হবে না। রমজানকে কেন্দ্র করে বাজার যাতে অস্থির না হয় সে ব্যাপারে আন্তরিক আছে বর্তমান সরকার।

এই লক্ষ্যে খাদ্য বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে মর্মে মন্তব্য করে তিনি এর মধ্যে অন্তত ৫০ লাখ মানুষের জন্য সহজ শর্তে মাসে ৩০ কেজি করে চালের ব্যবস্থা করবে সরকার। এছাড়া টিসিবিসহ বিভিন্ন মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার। যা রমজানের পরের দুই মাস পর্যন্ত অব্যাহত থাকবে। সরকারের কাছে যে পরিমাণ খাদ্য মজুদ আছে তাতে রমজানের আগে সঙ্কটের কোনো সম্ভাবনা

নেই। তারপরও বাড়তি প্রস্তুতি হিসেবে শুধু সরকারি পর্যায়ে ৮ লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে চালের চালান আসতে শুরু করেছে।

ভিয়েতনামের সঙ্গে চুক্তি অনেকদূর এগিয়েছে। এছাড়া সরকার আরো নতুন উৎসের সন্ধান করছে বলে জানান তিনি। কোনো সিন্ডিকেট কৃত্রিম সঙ্কট তৈরি করার অপচেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আঞ্চলিক খাদ্য কর্মকর্তাসহ খাদ্য বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন