আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক তুহিন হত্যার চার্জশিট দ্রুত দেয়া হবে

বিশেষ প্রতিনিধি

সাংবাদিক তুহিন হত্যার চার্জশিট দ্রুত দেয়া হবে
ছবি: আমার দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। আমরা আশ করছি খুব অল্প সময়ের মধ্যে এ মামলার চার্জশিট দেয়া হবে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকার নিউ মার্কেটের দোকান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এসব চাপাতি ও ছোরা কারা কী কাজে ব্যবহার করছে, কারণ বের করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...