আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মারুফ কামাল খানের পোস্ট

দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে

ঢাবি সংবাদদাতা
দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব এবং লেখক ও সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, আমাদের দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে। শনিবার ঈদুল আজহার দিন ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লেখেন, দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আমাদের জীবনে হামলা, মামলা, আতঙ্ক, অপমান, লুটপাট, দখল, দলীয়করণ, অবিচারমুক্ত দু'দণ্ডের শান্তি ও স্বস্তি এসেছে। আমরা এখন স্বদেশের মাটিতে দাঁড়িয়েই অবাধে কথা বলতে পারি। নির্ভয়ে সমর্থন ও বিরোধিতা করতে পারি। আধিপত্য ও পরবাহুনির্ভরতা থেকে বেরিয়ে এসে আমাদের দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে।

জনপ্রিয় এ কলামিস্ট আরও বলেন, আমাদের অভাব ও দারিদ্র্য আছে কিন্তু মাথা নুয়ে চলতে হয় না। দুর্বিনীত অপরাধীরা হয় পালিয়েছে, নয়তো বিচারের প্রতীক্ষায় আটক আছে।

আমাদের দু'দণ্ডের এই স্বস্তি ও শান্তি যেন হারিয়ে না যায়, আগামী এপ্রিলের নির্বাচনের মধ্য দিয়ে তা যেন আরো প্রসারিত হয়। আমরা যেন আমাদের প্রভু নয়, খাদেম নির্বাচিত করতে পারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন