মারুফ কামাল খানের পোস্ট

দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ২০: ৫৬
আপডেট : ০৭ জুন ২০২৫, ২১: ১৮

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব এবং লেখক ও সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, আমাদের দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে। শনিবার ঈদুল আজহার দিন ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লেখেন, দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আমাদের জীবনে হামলা, মামলা, আতঙ্ক, অপমান, লুটপাট, দখল, দলীয়করণ, অবিচারমুক্ত দু'দণ্ডের শান্তি ও স্বস্তি এসেছে। আমরা এখন স্বদেশের মাটিতে দাঁড়িয়েই অবাধে কথা বলতে পারি। নির্ভয়ে সমর্থন ও বিরোধিতা করতে পারি। আধিপত্য ও পরবাহুনির্ভরতা থেকে বেরিয়ে এসে আমাদের দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে।

জনপ্রিয় এ কলামিস্ট আরও বলেন, আমাদের অভাব ও দারিদ্র্য আছে কিন্তু মাথা নুয়ে চলতে হয় না। দুর্বিনীত অপরাধীরা হয় পালিয়েছে, নয়তো বিচারের প্রতীক্ষায় আটক আছে।

আমাদের দু'দণ্ডের এই স্বস্তি ও শান্তি যেন হারিয়ে না যায়, আগামী এপ্রিলের নির্বাচনের মধ্য দিয়ে তা যেন আরো প্রসারিত হয়। আমরা যেন আমাদের প্রভু নয়, খাদেম নির্বাচিত করতে পারি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত