আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যে কারণে ফোন ধরেন না সিইসি

আমার দেশ অনলাইন
যে কারণে ফোন ধরেন না সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোনে আলোচনা এড়িয়ে চলেন। তিনি সরাসরি দেখা করতে অথবা লিখিত প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

রোববার বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সিইসি বলেন, ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি ফোনে আলোচনা এড়িয়ে চলি। অনেকে তাই মনে করেন সিইসি ফোনে কথা বলেন না। আপনারা সরাসরি আমার কাছে এসে কথা বলুন। আমার দরজা সবসময় খোলা।

তিনি বলেন, প্রয়োজনে লিখিত প্রস্তাবও দিতে পারেন, কিন্তু ফোনে আলোচনা করি না। এআই নিয়েও আমরা সচেতন এবং এটি মোকাবিলায় আমরা সিরিয়াসভাবে কাজ করছি।

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নাসির উদ্দিন বলেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই, যাতে সবাই দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাব এবং দেশীয় পর্যবেক্ষকদের যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব।

সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করব আপনারা যে পরামর্শ দেবেন তা বাস্তবায়ন করতে। অতীতের মতো হবে না। আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আপনাদের সহযোগিতায় সুন্দর নির্বাচন সম্ভব।

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মানুষকে নির্বাচনে আসতে বলুন। আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব। আমাদের সকলের সহযোগিতায় নির্বাচন আয়োজন করতে হবে। আমার দরজা সবসময় খোলা এবং যে কোনো সময়ে আপনারা সুপারিশ দিতে পারেন, আমরা তা গ্রহণ করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

এলাকার খবর
খুঁজুন