আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলন

সরকারের নির্বাচন আয়োজনের সদিচ্ছা প্রশ্নাতীত, তবে ইসির ভূমিকায় সন্দেহ

স্টাফ রিপোর্টার
সরকারের নির্বাচন আয়োজনের সদিচ্ছা প্রশ্নাতীত, তবে ইসির ভূমিকায় সন্দেহ

নির্বাচন কমিশনের ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শিডিউলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটি বলেছে, সরকারের নির্বাচন আয়োজনের সদিচ্ছা নিয়ে যে প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল, তফসিল ঘোষণার মাধ্যমে তা এখন প্রশ্নাতীত হয়েছে। এ জন্য তারা সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানায়।

বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এক সংবাদ সম্মেলন থেকে এ প্রতিক্রিয়া জানায় দলটি।

বিজ্ঞাপন

দলটির পক্ষ থেকে আরো বলা হয়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সদিচ্ছা- উভয়টিই প্রশ্নের মুখে রয়েছে। আগামী নির্বাচন একইসঙ্গে জাতীয় নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদের গণভোট। কিন্তু নির্বাচন কমিশন বিষয়টি যথাযথভাবে ধারণ করছে কি-না, তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

অভিযোগ করে জানায়, গণভোট বিষয়ে পর্যাপ্ত প্রচারণা না চালানো, উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের গাফিলতি ও কালক্ষেপণ -এসবই কমিশনের প্রতি অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সমতা তৈরি করার পরিবর্তে কমিশন উল্টো বাধা দিচ্ছে বলেও দাবি করা হয়। তাদের অভিযোগ, নির্বাচনি জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার করা, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ অগ্রিম ভোটের কালো বিধান রাখা ইত্যাদি নির্বাচন কমিশনের অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্নটাকে জোরালো করেছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন অবিলম্বে উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে দলের নিবন্ধনের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার দাবি জানায়। একই সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আরপিও সংশোধন করে উপরোক্ত বিষয়গুলোর সংশোধন করে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়।

দলটির সভাপতি হাসনাত কাইয়ূম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান সেলিম, সহ সভাপতি সাইদুল খন্দকার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন