আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই হত্যা মামলাসহ একাধিক অভিযোগে জাপা নেতা মনি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

জুলাই হত্যা মামলাসহ একাধিক অভিযোগে জাপা নেতা মনি গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতির অভিযোগে অভিযুক্ত শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদুল হক মনিকে বুধবার (৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করেছে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার মনি ডিএমপির সাবেক বিতর্কিত কমিশনার (২০১৫–২০১৯) এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত। সেই প্রভাবকে পুঁজি করে এবং ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে তিনি ব্যাপক ক্ষমতাবলে বিভিন্ন অনিয়ম ও অবৈধ সম্পদ গঠনে জড়িত ছিলেন। অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মনি বহুদিন ধরে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন বলে বিভিন্ন অভিযোগ এসেছে। এছাড়া সহিংস ঘটনার দিক থেকেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার মনির গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার তালুকপাড়ায়। পুলিশ জানিয়েছে, যারা মনির প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন