গাড়ি নিবন্ধনে খরচ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৭: ২৯

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গাড়ির নিবন্ধন ও ফিটনেস নবায়নে অগ্রিম কর বাড়ানো হচ্ছে। প্রস্তাবিত বাজেটে অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছর গাড়িতে অগ্রিম কর বাড়ানো হয়েছিলো। তবে নিবন্ধন ও ফিটনেস নবায়নের ক্ষেত্রে চলতি অর্থবছর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) থাকলে কর কমানোর শর্ত রাখা হয়েছে। অর্থাৎ পিএসআর না দিলে গাড়িভেদে অগ্রিম আয়কর বেড়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বাণিজ্যিকভাবে পরিচালিত বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা ও ট্যাক্সিক্যাব হতে উৎসে কর সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

বর্তমানে ৫২ আসনের অধিক আসনের বাসের ক্ষেত্রে অগ্রিম কর ১৬ হাজার টাকা। তবে পিএসআর দিতে না পারলে অগ্রিম কর দিতে হবে ২৪ হাজার টাকা। অর্থাৎ বাড়তি ৮ হাজার টাকা অগ্রিম কর দিতে হবে। আগামী ২০২৫-২৬ অর্থবছর এই গাড়িতে অগ্রিম কর দিতে হবে ২৫ হাজার টাকা।

একইভাবে বর্তমানে ৫২ আসনের অধিক না, এমন বাসের ক্ষেত্রে অগ্রিম কর ১১ হাজার ৫০০ টাকা। পিএসআর না দিলে এই গাড়ির অগ্রিম কর দিতে হবে ১৭ হাজার ২৫০ টাকা। আগামী বাজেটে এই গাড়িতে অগ্রিম আয়কর ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের অগ্রিম কর ৩৭ হাজার ৫০০ টাকা। কিন্তু পিএসআর না দিলে এই গাড়ির অগ্রিম কর দিতে হবে ৫৬ হাজার ২৫০ টাকা। আগামী অর্থবছর এই গাড়িতে অগ্রিম কর ৫০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ৫ টনের অধিক নয়-এমন ক্যাপাসিটির ট্রাক, লরি বা ট্যাংক লরির ৯ হাজার ৫০০ টাকা, পিএসআর না দিলে কর দিতে হবে ১৪ হাজার ২৫০ টাকা। আগামী বাজেটে ৩০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেড় টনের অধিক নয়, তবে ৫ টনের অধিক নয় এমন ক্যাপাসিটির ট্রাক, লরি বা ট্যাংক; পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা, শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন ট্যাক্সিক্যাবের ৪ হাজার টাকার কর দিতে হবে ৬ হাজার টাকা। আগামী বাজেটে ১৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। আবার দেড় টনের অধিক নয় এমন ট্রাক, লরি ও ট্যাংক লরির অগ্রিম কর ৭ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা, শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন ট্যাক্সিক্যাবের ৪ হাজার টাকার কর দিতে হবে ৬ হাজার টাকা। আগামী বাজেটে তা ১৫ হাজার ও ৭ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত