২০২৫-২০২৬ অর্থবছরে ৩ হাজার ৮৪১ দশমিক ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি তিন লাখ টাকা, মূলধন খাতে ১৬ কোটি ৬ লাখ, পণ্য ও সেবা (সাধারণ) খাতে ৭৬ কোটি ৪১ লাখ ৫০ হাজার, পণ্য-সেবা মেরামত ও সংরক্ষণ খাতে ১৬ কোটি ৫০ লাখ, বেতন ও ভাতাদি খাতে ৩০৪ কোটি ৯৭ লাখ এবং পেনশন বাবদ ১১৮ কোটি টাকা।
বাজেটে ৭৩ কোটি ৩৭ লক্ষ ৯৯ হাজার ৩৯৬ টাকা আয় ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি ৭২ লক্ষ ৪৮ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লক্ষ ৫১ হাজার ৩৯৬ টাকা।
ডিএসসিসি ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করলো পরিচালনা কমিটির ৭ম (সপ্তম) কর্পোরেশন সভা। প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ (পঁচিশ) জন সদস্য সোমবার নগর ভবনে সভায় অংশগ্রহণ করেন।