২০২৬ সালের জন্য বেসামরিক ও সামরিক বাজেটে সম্মত হয়েছে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো। আগামী বছরের জন্য ন্যাটোর বেসামরিক বাজেট ধরা হয়েছে ৫২৮ দশমিক ২ মিলিয়ন ইউরো (৬২৩ মিলিয়ন ডলার)। আর সামরিক বাজেট হবে মোট ২ দশমিক ৪২ বিলিয়ন ইউরো (৩ বিলিয়ন ডলার)। মঙ্গলবার উত্তর আটলান্টিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
ন্যাটো এক বিবৃতিতে বলেছে, ২০২৬ সালের সাধারণ অর্থায়নে বাজেট গুরুত্বপূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধি করবে এবং জোটকে আরো শক্তিশালী, ন্যায্য করতে সহায়তা করবে।
বিবৃতিতে বলা হয়েছে, বাজেট ন্যাটোর মিত্র বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা উন্নত করতে এবং সংকট মোকাবেলা ও ব্যবস্থাপনার পাশাপাশি সহযোগিতামূলক নিরাপত্তায় অবদান রাখবে।
সমন্বিত ন্যাটো কমান্ড কাঠামো, ন্যাটো-নেতৃত্বাধীন প্রশিক্ষণ ও অনুশীলন, জোটের কার্যক্রম এবং মিশন ও অংশীদার দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির সহায়তার জন্যও তহবিল বরাদ্দ অব্যাহত থাকবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় নিহত ফিলিস্তিনি শিশুর পরিবারের সঙ্গে এরদোয়ানের সাক্ষাৎ