আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চপ্পলের উপর থেকে ভ্যাট প্রত্যাহার দাবি

ঢাবি সংবাদদাতা

চপ্পলের উপর থেকে ভ্যাট প্রত্যাহার দাবি

চপ্পলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার দাবি করে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ১৫০ টাকা পর্যন্ত পাদুকায় আগের মতো ভ্যাট প্রত্যাহার না করলে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়বে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলন শেষে তারা ডিআরইউর সামনে মানববন্ধন করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি হাজী মো. ফজলু বলেন, গ্রাম ও শহরের পরিত্যক্ত চপ্পল ও প্লাস্টিকের স্যান্ডেল থেকে আমরা কম দামের পাদুকা বানায়। নিম্ন আয়ের মানুষেরা দীর্ঘদিন থেকে কম দামের পাদুকা কিনতে পারছে। হঠাৎ করে ভ্যাট আরোপ করার কারণে উৎপাদন খরচ বেড়ে যাবে। এর ফলে ভারত আমাদের মার্কেট পেয়ে যাবে। শ্রমিকরা বেকার হবেন।

সহ-সভাপতি আসরাফ উদ্দিন বলেন, দেশীয় শিল্প রক্ষা এবং দরিদ্রদের অতিরিক্ত খরচ থেকে বাঁচাতে ভ্যাট অব্যাহতি দিয়ে জনগণের দুর্ভোগ কমানোর অনুরোধ করছি।

আইন উপদেষ্টা তাইফুল সিরাজ বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এ অবস্থায় ভোক্তার কাছ থেকে কোনভাবেই ১৫ শতাংশ ভ্যাট আদায় করা সম্ভব নয়। ভ্যাট বাড়লে পরিস্থিতির আরো অবনতি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন