বাজেট ২০২৫-২৬
অর্থনৈতিক রিপোর্টার
বাজেট ঘোষণা মানেই করদাতার ওপর বাড়তি করের বোঝাÑএটাই সাধারণ মানুষের ধারণা। বাজেটে করদাতাদের জন্য স্বস্তিদায়ক বিভিন্ন খবরও থাকে। এবারকার প্রস্তাবিত বাজেটেও তার ব্যতিক্রম ঘটেনি।
তবে এবার আইন কাঠামোয় এমন কিছু পরিবর্তন আনা হয়েছে, যা করদাতার জন্য স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। তারা বলেন, পরিবর্তনের মাধ্যমে করদাতাদের ওপর বাড়তি করের বোঝা কমানো হয়েছে। পাশাপাশি করদাতাদের সুবিধা আগের তুলনায় বাড়ানো হয়েছে। ফলে আগামীতে কর প্রদানে উৎসাহী হবেন তারা।
‘সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ’ নামে জারি হওয়া অধ্যাদেশে আয়কর আইনের বেশকিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে। গতকাল মঙ্গলবার এ অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশ অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বাতিল, আপন ভাইবোনের দানকে করমুক্ত ঘোষণা, ব্যক্তি করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা, উৎসে করের ওপর সারচার্জ বিধান বিলুপ্ত, অতিরিক্ত প্রদেয় কর পরবর্তী করবর্ষে সমন্বয়ের সুবিধা, কর দিবসের পরও রিটার্ন দাখিলে কর রেয়াত সুবিধা পাবেন করদাতারা। আগামী অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকে এসব সুবিধা পাবেন তারা।
প্রভিডেন্ট ফান্ডের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বাতিলসহ বিভিন্ন সুবিধা
প্রভিডেন্ড ফান্ড, গ্রাচ্যুয়িটি ফান্ডসহ বিভিন্ন ফান্ডকে করদাতা বিবেচনা করে তার রিটার্ন দাখিল ও নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে হয়। আগামী অর্থবছর থেকে প্রভিডেন্ট ফান্ডকে রিটার্ন ও অডিট রিপোর্ট দাখিল করতে হবে না। একই সঙ্গে এসআরও জারির মাধ্যমে এসব প্রভিডেন্ট ফান্ডের আয়করহার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
কিন্তু আগামী অর্থবছর থেকে এসব প্রভিডেন্ট ফান্ডের আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর দিলেই সেটি চূড়ান্ত কর হিসাবে বিবেচ্য হবে। ফলে এসব ফান্ডে বিনিয়োগকারীরা আরো বেশি মুনাফা পাবেন বলে আশা করছেন এনবিআরের কর্মকর্তারা।
আপন ভাইবোনের দান আয়করমুক্ত
স্বামী-স্ত্রী এবং পিতা-মাতার পাশাপাশি এবার আপন ভাই ও বোনের দানকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে আপন ভাইবোন একে অপরকে ফ্ল্যাট, জমি বা কোনোকিছু দান করলে তার ওপর আর কর দিতে হবে না।
ব্যক্তি করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা
সুদ আয় এবং বিনিয়োগজনিত লভ্যাংশ আয়ে আগে কর রেয়াত সুবিধা পাওয়া যেত না। আগামী অর্থবছর থেকে ব্যক্তি করদাতা বিনিয়োগজনিত এসব আয়ে কর রেয়াত সুবিধা পাবেন।
সারচার্জে স্বস্তি
বর্তমানে একজন ব্যক্তির উৎসে করের পরিমাণ যদি প্রকৃত আয়করের চেয়ে বেশি হয়, তাহলে উৎসে করকেই তার আয়কর হিসাবে বিবেচনা করা হয় এবং উৎসে করের ওপর সারচার্জ আরোপ করা হয়। কিন্তু আগামী অর্থবছর থেকে উৎসে করের পরিমাণ বেশি হলেও তার ওপর সারচার্জ দিতে হবে না। প্রকৃত আয়করের ওপর সারচার্জ দিতে হবে।
কর সমন্বয় সুবিধা
কোনো একটি অর্থবছরে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত কর দিয়ে থাকে, তা পরবর্তী বছর সমন্বয় করতে পারবে। ফলে করদাতারা কর প্রদানে উৎসাহবোধ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত কর প্রদান করলে তা রিফান্ড করার কথা থাকলেও বাস্তবে সেটি সম্ভব হয় না। এজন্য কর সমন্বয়ের এ সুবিধা চালু হচ্ছে আগামী অর্থবছর থেকে।
কর দিবসের পর রিটার্ন দাখিলে কর রেয়াত সুবিধা
আয়কর দিবসের পর রিটার্ন দাখিল করলে সব আয়কে করযোগ্য আয় বিবেচনা করা হয়। এ কারণে একজন করদতাকে বাড়তি করের বোঝা বহন করতে হয়। কিন্তু আগামী অর্থবছর থেকে কর দিবসের পর রিটার্ন দাখিল করলেও করযোগ্য নয় এমন আয়ের ওপর আয়কর দিতে হবে না। ফলে আগামীতে দেরিতে রিটার্ন জমা দিলেও বেতন-ভাতাদি হতে অব্যাহতি আয়, রেমিট্যান্স আয় ও অবসর ভাতাদি আয়ের জন্য বাড়তি আয়কর দিতে হবে না।
বাজেট ঘোষণা মানেই করদাতার ওপর বাড়তি করের বোঝাÑএটাই সাধারণ মানুষের ধারণা। বাজেটে করদাতাদের জন্য স্বস্তিদায়ক বিভিন্ন খবরও থাকে। এবারকার প্রস্তাবিত বাজেটেও তার ব্যতিক্রম ঘটেনি।
তবে এবার আইন কাঠামোয় এমন কিছু পরিবর্তন আনা হয়েছে, যা করদাতার জন্য স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। তারা বলেন, পরিবর্তনের মাধ্যমে করদাতাদের ওপর বাড়তি করের বোঝা কমানো হয়েছে। পাশাপাশি করদাতাদের সুবিধা আগের তুলনায় বাড়ানো হয়েছে। ফলে আগামীতে কর প্রদানে উৎসাহী হবেন তারা।
‘সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ’ নামে জারি হওয়া অধ্যাদেশে আয়কর আইনের বেশকিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে। গতকাল মঙ্গলবার এ অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশ অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বাতিল, আপন ভাইবোনের দানকে করমুক্ত ঘোষণা, ব্যক্তি করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা, উৎসে করের ওপর সারচার্জ বিধান বিলুপ্ত, অতিরিক্ত প্রদেয় কর পরবর্তী করবর্ষে সমন্বয়ের সুবিধা, কর দিবসের পরও রিটার্ন দাখিলে কর রেয়াত সুবিধা পাবেন করদাতারা। আগামী অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকে এসব সুবিধা পাবেন তারা।
প্রভিডেন্ট ফান্ডের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বাতিলসহ বিভিন্ন সুবিধা
প্রভিডেন্ড ফান্ড, গ্রাচ্যুয়িটি ফান্ডসহ বিভিন্ন ফান্ডকে করদাতা বিবেচনা করে তার রিটার্ন দাখিল ও নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে হয়। আগামী অর্থবছর থেকে প্রভিডেন্ট ফান্ডকে রিটার্ন ও অডিট রিপোর্ট দাখিল করতে হবে না। একই সঙ্গে এসআরও জারির মাধ্যমে এসব প্রভিডেন্ট ফান্ডের আয়করহার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
কিন্তু আগামী অর্থবছর থেকে এসব প্রভিডেন্ট ফান্ডের আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর দিলেই সেটি চূড়ান্ত কর হিসাবে বিবেচ্য হবে। ফলে এসব ফান্ডে বিনিয়োগকারীরা আরো বেশি মুনাফা পাবেন বলে আশা করছেন এনবিআরের কর্মকর্তারা।
আপন ভাইবোনের দান আয়করমুক্ত
স্বামী-স্ত্রী এবং পিতা-মাতার পাশাপাশি এবার আপন ভাই ও বোনের দানকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে আপন ভাইবোন একে অপরকে ফ্ল্যাট, জমি বা কোনোকিছু দান করলে তার ওপর আর কর দিতে হবে না।
ব্যক্তি করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা
সুদ আয় এবং বিনিয়োগজনিত লভ্যাংশ আয়ে আগে কর রেয়াত সুবিধা পাওয়া যেত না। আগামী অর্থবছর থেকে ব্যক্তি করদাতা বিনিয়োগজনিত এসব আয়ে কর রেয়াত সুবিধা পাবেন।
সারচার্জে স্বস্তি
বর্তমানে একজন ব্যক্তির উৎসে করের পরিমাণ যদি প্রকৃত আয়করের চেয়ে বেশি হয়, তাহলে উৎসে করকেই তার আয়কর হিসাবে বিবেচনা করা হয় এবং উৎসে করের ওপর সারচার্জ আরোপ করা হয়। কিন্তু আগামী অর্থবছর থেকে উৎসে করের পরিমাণ বেশি হলেও তার ওপর সারচার্জ দিতে হবে না। প্রকৃত আয়করের ওপর সারচার্জ দিতে হবে।
কর সমন্বয় সুবিধা
কোনো একটি অর্থবছরে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত কর দিয়ে থাকে, তা পরবর্তী বছর সমন্বয় করতে পারবে। ফলে করদাতারা কর প্রদানে উৎসাহবোধ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত কর প্রদান করলে তা রিফান্ড করার কথা থাকলেও বাস্তবে সেটি সম্ভব হয় না। এজন্য কর সমন্বয়ের এ সুবিধা চালু হচ্ছে আগামী অর্থবছর থেকে।
কর দিবসের পর রিটার্ন দাখিলে কর রেয়াত সুবিধা
আয়কর দিবসের পর রিটার্ন দাখিল করলে সব আয়কে করযোগ্য আয় বিবেচনা করা হয়। এ কারণে একজন করদতাকে বাড়তি করের বোঝা বহন করতে হয়। কিন্তু আগামী অর্থবছর থেকে কর দিবসের পর রিটার্ন দাখিল করলেও করযোগ্য নয় এমন আয়ের ওপর আয়কর দিতে হবে না। ফলে আগামীতে দেরিতে রিটার্ন জমা দিলেও বেতন-ভাতাদি হতে অব্যাহতি আয়, রেমিট্যান্স আয় ও অবসর ভাতাদি আয়ের জন্য বাড়তি আয়কর দিতে হবে না।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
২১ ঘণ্টা আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে