আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাসস চেয়ারম্যানের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাসস চেয়ারম্যানের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় খুলনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মুজাহিদুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আলম চঞ্চল, সাবেক ছাত্রনেতা এএস এম শাহরিয়ার হাসান বাবু প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে গত ১৪ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেয়ার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন