কালো টাকা সাদা করার সিদ্ধান্ত নীতি নৈতিকতার বিরুদ্ধে: আমীর খসরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১১: ৫১
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৪: ৫৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কালো টাকা সাদা করা সিদ্ধান্ত নীতি নৈতিকতার বিরুদ্ধে। যারা বৈধ কর দেয় তাদের সঙ্গে এক ধরনের প্রতারণার সামিল।রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশে বিদেশিরা বিনিয়োগ করছে না।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোন সরকার নেই, আমরা আশা করে ছিলাম অন্তবর্তী সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে এবং সাধারণ মানুষের মতামত নিয়ে বাজেট ঘোষণা করবে। কিন্তু সরকার তা করেনি। বাজেট ঘোষণা পুরোপুরি গতানুগতিক হয়েছে।

আমীর খসরু বলেন, শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোন যুক্তি নেই। আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে শিক্ষা কর মওকুফ করা হবে। বাজেটে আমাদের আউট অফ বক্স চিন্তা করতে হবে। গতানুগতিক বাজেট থেকে বের হবার সুযোগ ছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত