রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৪: ৩৯
বাজেট ঘোষণা অনুষ্ঠান

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার পৌরসভার হলরুমে ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম সরদার।

বিজ্ঞাপন

বাজেটে ৭৩ কোটি ৩৭ লক্ষ ৯৯ হাজার ৩৯৬ টাকা আয় ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি ৭২ লক্ষ ৪৮ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লক্ষ ৫১ হাজার ৩৯৬ টাকা।

এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন হেলাল, হিসাবরক্ষক ইব্রাহিম মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত