
রামগঞ্জে এবার ভাতিজাদের হাতে চাচা খুন
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় রামগঞ্জ পৌর ২নং ওয়ার্ড বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়িতে। এ ঘটনায় মৃতের বড় ছেলে শাহীন হোসেন চাচাতো ভাই মো. তোফায়েল (৩৭), মো. মোহন (৩৪) ও পৌর যুবদলের সদস্য মো. সুমন চৌধুরী (৪৫)সহ ৮/৯জনের নামে মামলা দায়ের করেছেন।























