লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়ে জবাই করে হত্যার ঘটনায় পুলিশ পারভেজ নামে মূল আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার মো. আকতার হোসেন শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। হত্যাকাণ্ড ঘটে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঞ্চল্যকর মা মেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (১০ অক্টোবর) রাতে সোহেল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোহেল রানা নিহতদের নিকট আত্মীয় বলে জানা গেছে।
শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় হাজারো মানুষের ঢল নামে। অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে । নিহতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেয়ার জন্য বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ছুটে আসেন।