আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সা. সম্পাদকের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সা. সম্পাদকের ইন্তেকাল

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বারবার কারা নির্যাতিত নেতা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান (ভিপি) বাহার ইন্তেকাল করেছেন।

শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে রামগঞ্জ সরকারি কলেজছাত্র সংসদ সাবেক নেতৃবৃন্দ, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন(জি এস মনোয়ার), রামগঞ্জ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী শাহাদাত হোসেন সেলিম বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন পাটোয়ারী এনসিপির সংসদ সদস্য প্রার্থী মাহবুব আলম এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন ভিপি মাহবুবুর রহমান বাহারের মৃত্যুতে রামগঞ্জ বাসী রাজনীতি অঙ্গনের এক নক্ষত্রকে হারালো। আজ শুক্রবার সকাল ১১টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন