আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামগঞ্জে তিন বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জে তিন বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে চার মাস বয়সের শিশু আয়াত হোসেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নরিমপুর গ্রামের ইয়াসিন মজুমদারবাড়ির দুলাল (৫৬) মিকারের বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা শিশু আয়াত আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই তিনটি বসতঘর পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। শিশু আয়াত দুলাল মিকার ও পরান বেগমের সন্তান।

বিজ্ঞাপন

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষ করে দুলাল মিকারের স্ত্রী পরানী বেগম রোদে শুকাতে দেওয়া জামা কাপড় আনতে বাইরে যান। ফিরে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। পরবর্তীতে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী মো. শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরে আগুন লেগে সবগুলো ঘর ভস্মীভূত হয়ে যায়। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা শিশু আয়াত (৪মাস) আগুনে পুড়ে মারা যায়।

ঘটনার পর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার মো. রেজাউল করীম জানান, আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। আগুনে পুড়ে আয়াত নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...