আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামগঞ্জে ১০০ গজের মধ্যে ৫ দোকানে চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জে ১০০ গজের মধ্যে ৫ দোকানে চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শহরের সোনাইমুড়ি সড়ক ও পুলিশ বক্স এলাকার ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে ৫টি দোকান থেকে থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকাসহ বিভিন্ন কোম্পানির এজেন্ট সিম ও মূল্যবান মালামাল লুটে নেয় চোরেরা। এছাড়া একই রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের মাহাম্মদপুর গ্রামের ভাটের বাড়ির রফিকুল ইসলামের বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরেরা হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নেয়।

বিজ্ঞাপন

সোনাইমুড়ি সড়কের চৌমুহনী ভ্যারাইটিজ স্টোরের মালিক মো. ইউসুফ জানান, রাতের কোনো একসময় দোকানের পিছনের টিনের চাল কেটে নগদ ৮০ হাজার টাকা, পৌর সুপার মার্কেটের রাজু অ্যান্ড ব্রাদার্সের মালিক সুজন জানান বিকাশ ও নগদের সিমসহ নগদ প্রায় দুই লাখ টাকা ও মালামাল, আল ফরিদ ড্রাগ হাউজের মালিক শেখ ফরিদ জানান, একই পন্থায় তার দোকান থেকে নগদ ১ লাখ টাকা, বাস টার্মিনাল এলাকার রাজু অটো মিশুক থেকে নগদ ১ লাখ ৯২ হাজার টাকা ও মূল্যবান মালামাল এবং বিসমিল্লাহ হার্ডওয়ার থেকে টিন কেটে দোকানে ঢুকে নগদ ৮ হাজার টাকা নিয়ে যায় চোরেরা

রাজু অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. সুজন বলেন, আমার মাকে নিয়ে আমি ঢাকার একটি হসপিটালে রয়েছি। রাত ২টায় দোকান বন্ধ করে আমার ছোট ভাই মোহন বাড়িতে চলে যায়। সকালে এসে দেখে দোকানের চাল কেটে দোকান থেকে নগদ প্রায় ২ লাখ টাকা, বিকাশ ও নগদের সিমসহ মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায় চোরের দল। পৌর সুপার মার্কেট এলাকায় সকাল পর্যন্ত দোকান খোলা থাকে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল বারী জানান, আমি বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শনে উপপরিদর্শক মো. স্বপনকে পাঠানো হয়েছে। তবে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন