রামগঞ্জে বিএনপির নমিনেশন

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুন বলেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানে বিএনপির ত্যাগী নেতাদের মধ্য থেকেই নমিনেশন দেয়া হবে। অন্য কোনো দল থেকে নমিনেশন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রামগঞ্জ বিএনপি আয়োজিত রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে ইঙ্গিত করে বলেন, বিএলডিপির একজন নেতা নিজেকে ধানের শীষের প্রার্থী বলে ঘোষণা দিয়ে রামগঞ্জের জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি বলেন, এখানে অন্য কোনো দল থেকে মনোনয়ন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।
উল্লেখ্য যে দেশের ২৩৭টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে এখনো কোন প্রার্থী ঘোষণা করা হয়নি। পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রফেসর হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার পুত্র মাশফিকুল হক জয়, বিএনপি নেতা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও পৌর বিএনপির সাবেক সভাপতি মাস্টার রফিক উল্লাহ, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া, মো. আবুল হাশেম বিএ, আবুল খায়ের লেলিন, মনির হোসেন লিটন প্রমুখ।

ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুন বলেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানে বিএনপির ত্যাগী নেতাদের মধ্য থেকেই নমিনেশন দেয়া হবে। অন্য কোনো দল থেকে নমিনেশন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রামগঞ্জ বিএনপি আয়োজিত রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে ইঙ্গিত করে বলেন, বিএলডিপির একজন নেতা নিজেকে ধানের শীষের প্রার্থী বলে ঘোষণা দিয়ে রামগঞ্জের জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি বলেন, এখানে অন্য কোনো দল থেকে মনোনয়ন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।
উল্লেখ্য যে দেশের ২৩৭টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে এখনো কোন প্রার্থী ঘোষণা করা হয়নি। পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রফেসর হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার পুত্র মাশফিকুল হক জয়, বিএনপি নেতা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও পৌর বিএনপির সাবেক সভাপতি মাস্টার রফিক উল্লাহ, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া, মো. আবুল হাশেম বিএ, আবুল খায়ের লেলিন, মনির হোসেন লিটন প্রমুখ।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা পল্টন থানা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার একটি দলের দ্বারা প্রভাবিত হয়ে গণভোট জাতীয় নির্বাচনের দিন দিয়েছে। এটি জনগন মেনে নিবে না।
৪ মিনিট আগে
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মনজুরুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে ইসলামী মূল্যবোধ, ন্যায় ও জবাবদিহির ভিত্তিতে রুকনদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
২২ মিনিট আগে
বরিশালে হাফভাড়া না নেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাস টার্মিনালে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাস ভাঙচুর করেছে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। এসময় পাল্টাপাল্টি হামলায় শিক্ষার্থীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে নবনির্বাচিত ভিপি, বাগাতিপাড়ার কৃতী সন্তান ইব্রাহিম হোসেন রনিকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দিয়েছে বাগাতিপাড়ার শিক্ষার্থী ও এলাকাবাসী।
৪২ মিনিট আগে