আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: এনবিআর চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন আমরা তার বাস্তবায়ন করতে হবে, জুলাই যোদ্ধারা চোখে আঙুল দিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন, আমরা এতদিন যে রাস্তায় ছিলাম তা ছিল ভুল, তাই এই ভুলের সংশোধন করতে হবে। তবেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারব।

বিজ্ঞাপন

তিনি আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত স্বর্ণালী শতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন আমরা সামাজিকভাবে যাদেরকে সম্মান করার কথা তাদেরকে সম্মান করি না আর যাদেরকে সম্মান করার কথা নয় তাদেরকে সম্মান করি। ফলে সমাজের যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় আসতে পারে না।

তিনি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন আজ আমাদের দেশে ও বিদেশে অবারিত দ্বার খোলা আছে তোমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করলে সব জায়গাতেই তোমাদের মূল্যায়ন হবে।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র আবু হান্নান লাভলুর সঞ্চালনায় এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডক্টর মামুন আহমেদ, দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এটিএম কামাল হোসেন,ওমর ফারুক শাকিল,মাহমুদুল আলম, বিশিষ্ট শিল্পপতি কামাল হোসেন, আনোয়ার হোসেন, ফেরদৌস আহমেদ শাহেদসহ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...