রামগঞ্জে এনসিপিকে সমর্থন দিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৩: ১৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ নং লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির মাহবুব আলমকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী।
গতকাল তিনি আমার দেশকে বলেন, ব্যক্তির চেয়েও দল বড়, তার চেয়েও দেশ বড়। আনুগত্য, সংগঠন ও শৃঙ্খলাই আমাদের শক্তি। তাই আমি দলের প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে দলের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন প্রত্যাহার করলাম।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com