লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি মাসুদ রানা মনি ও তার পরিবারকে হত্যাসহ দেখে নেওয়ার হুমকি দিয়েছে মাদকসেবীরা। রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি হোসেন ও তার বাবা মোহাম্মদ আবুল কালাম এই হুমকি দেন। এ ঘটনায় রামগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সভায় সাংবাদিকেরা এই হুমকির প্রতিবাদ জানান এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য রামগঞ্জ থানা প্রশাসনের প্রতি দাবি জানান।
প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায় এ সময় তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন মোহাম্মদ ইকবাল হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী, রহমত উল্লাহ পাটোয়ারী, শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, শাহ আলম, জাকির হোসেন সুমন, ইমরান হোসেন পাটোয়ারী, রাজু হোসেন, কনক মজুমদার, পারভেজ হোসেন, মোহাম্মদ আবদুর রহমান, শাফায়েত হোসেনসহ অনেকে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের পাটোয়ারীবাড়ির আবুল কালামের ছেলেসহ কয়েকজন মাদকসেবী ওই বাড়ির মনজুর হোসেন টিপুর পরিত্যক্ত ঘরে মাদক সেবন করছিল। এ সময় পাটোয়ারীবাড়ির মুরব্বি বেলাল খান (৬২) বাধা দিলে মাদকসেবীরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। প্রথমে তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে আহত বেল্লাল খান লক্ষ্মীপুর আদালতে একটি মামলা করেন।
এ নিয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, যার জের ধরে মাদকসেবীরা স্থানীয় সাংবাদিক মাসুদ রানা মনি ও তার পরিবারকে হত্যার হুমকি প্রদান করে। এ ব্যাপারে সাংবাদিক মাসুদ রানা মনি জীবনের নিরাপত্তা চেয়ে রামগঞ্জ থানায় গতকাল ৫ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

