আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাত্র সাড়ে ৪ মাসে কোরআনে হাফেজ দুই শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

মাত্র সাড়ে ৪ মাসে কোরআনে হাফেজ দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাত্র সাড়ে ৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন দুই শিক্ষার্থী। তারা হলেন উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝির গাঁও গ্রামে মাদ্রাসায়ে দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার হাফেজ মোহামুদুল্লাহ ও হাফেজ জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

হাফেজ মোহাম্মদুল্লাহ মাত্র ৪ মাস ১৫ দিনে এবং হাফেজ জাহিদ হাসান ৪ মাস ২০ দিনে পুরো কোরআন হিফজ শেষ করে মাদ্রাসার সুনাম আরো বৃদ্ধি করেছে।

হাফেজ মোহাম্মদুল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাওলানা রফিকুল ইসলাম ছেলে। এবং হাফেজ জাহিদ হাসান রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বেল্লাল হোসেনের ছেলে

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন। তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।

হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ইউছুফ মাহমুদি জানান, দুজনই অত্যন্ত মনোযোগী ছিল। নিয়মিত অধ্যবসায় ও আল্লাহর মেহেরবানিতেই তারা দ্রুত হিফজ শেষ করতে সক্ষম হয়েছে।

হাফেজ মোহাম্মদুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, অল্প সময়ে হিফজ শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত। হুজুরের পরিশ্রম আর আম্মু–আব্বুর দোয়া আমাকে শক্তি দিয়েছে।

হাফেজ জাহিদ হাসান বলেন, কোরআনের হাফেজ হওয়া ছিল আমার ছোটবেলার স্বপ্ন। আল্লাহর রহমতে এবং হুজুরদের সহযোগিতায় আমি সফলহয়েছিআলহামদুলিল্লাহ।”আমাদের জন্য সবাই দোয়া করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন