আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২০ লাখ টাকার ক্ষতি

রামগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি মাছের ঘেরে বিষ দিয়ে হাজার হাজার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ঘেরমালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

‎জানা গেছে, সোমবার ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎ ঘের মালিক জানান, রোববার দিবাগত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। আমি ভোরে এসে দেখি পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।

‎তিনি আরও বলেন, ‘এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল।’

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ‘বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...