রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দ্রুত শুরু হবে: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৩: ৫৬
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৩: ৫৮

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন দলগুলোর প্রতি দ্রুত মতামত দেয়ার আহবান জানিয়ে বলেছে, দলগুলোর লিখিত মতামত ও তাদের সাথে আলোচনা করে স্বল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি ‘জাতীয় সনদ’ তৈরি করা হবে চায়। এ ক্ষেত্রে যেসব দল আগে মতামত পাঠাবে তাদের সাথে আগেই আলোচনা শুরু করবে।

সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, অধ্যাদেশের মাধ্যমেও সংবিধান সংশোধন করা সম্ভব। পরবর্তীতে সংসদ তা অনুমোদন দেবে। অতীতে বাংলাদেশে এটা হয়েছে।

তিনি জানান, সংস্কারের জন্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে দলগুলো মতামত জানাবে বলে তাঁরা আশা করছেন। দলগুলোর মতামত পাওয়ার পর শুরু হবে আলোচনা। আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। যখন যে দলের মতামত পাওয়া যাবে, সে সময় থেকেই আলোচনার শুরু হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘আমরা রাজনৈতিক দল ও জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে সনির্বন্ধ অনুরোধ জানাই। এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। আমরা চাই দ্রুত আলোচনা করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগির ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আব্দুল মুয়ীদ চৌধুরী, সফররাজ হোসেন, এমদাদুল হক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত