শেরপুরে ১৬০ পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৯: ৩৪
আস-সুন্নাহ ফাউন্ডেশন

শেরপুরের বন্যায় আক্রান্ত ১৬০ পরিবারের মাঝে ঘর হস্তান্তর ও নসীহাহ প্রোগ্রাম আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামীকাল সোমবার (২৬ মে) সকাল ১০টায় শেরপুরের ঝিনাইগাতি উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নসীহাহ পেশ করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। নসীহাহ প্রোগ্রাম শেষে তিনি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে ঘর হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-এর ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পাশাপাশি শেরপুর জেলাও ব্যাপকভাবে আক্রান্ত হয়। পাহাড়ী ঢলে আকস্মিকভাবে তলিয়ে গিয়েছিল জেলার অধিকাংশ জনপদ। আস-সুন্নাহ ফাউন্ডেশন তাৎক্ষণিকভাবে শেরপুর জেলায় ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করে।

বন্যাপরবর্তী সময়ে ব্যাপকভাবে পুনর্বাসনের উদ্যোগও গ্রহণ করা এই জেলায়। যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল এমন ১৯৯ পরিবারের মধ্যে নগদ ৪০ হাজার টাকা করে ৭৯ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। যাদের ঘর একেবারে ভেঙ্গে গিয়েছে এমন ১৬০টি পরিবারকে সম্পূর্ণ সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে ঝিনাইগাতি উপজেলায় ১০৫টি, নালিতাবাড়ি উপজেলায় ৪৯টি, সদরে ৪টি এবং নকলায় ২টি ঘর নির্মিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের বন্যায় ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রমের পর দেশব্যাপী দুর্গত এলাকায় ১৫০০টি সম্পূর্ণ সেমিপাকা ঘর নির্মাণ করে দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ইতোপূর্বে যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৮ হাজার ৯৭০টি পরিবারকে নগদ ৩০ কোটি ১৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও ১০০টি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১০০টি অটোমিশুক প্রদান করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত