আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

স্টাফ রিপোর্টার

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

আগামী দুই মাস পর সাড়ে চার মিনিট গ্যাপ দিয়ে চলবে মেট্রোরেল। সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

তিনি জানান, মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে। আগে দৈনিক গড়ে ৪ লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এই সংখ্যা এখন ৪ লাখের আশেপাশে রয়েছে।

বিজ্ঞাপন

ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি উল্লেখ করে ডিএমটিসিএল-এর এমডি ফারুক আহমেদ বলেন, ‘গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টাইলস পড়েছে। ফাটলের বিষয়ে জানা নেই। আপনার-আমার বাসাবাড়িতেও এমন জিনিস পড়ে থাকে।’

সেদিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচলের বিষয়ে তিনি বলেন, শুক্রবার ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। জননিরাপত্তার জন্য দেরি করেছি। কারণ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তো চালিয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, প্রতিদিন আমরা পাবলিক সার্ভিস শুরুর আগে একটি সুইপার ট্রেন চালাই সবকিছু চেক করার জন্য। কিন্তু সেদিন (২১ নভেম্বরের ভূমিকম্পের দিন) আমরা দুটি সুইপার চালিয়েছি, যার কারণে দেরি হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...