ডাকসু নির্বাচন নিয়ে পিনাকী: বিচলিত হবেন না

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫১

লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে বিচলিত হবেন না। ধৈর্য ধরুন, সাহসের সঙ্গে শান্তিপূর্ণ প্রতিরোধ জারি রাখুন।

মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিশ্ববিদ্যালয় ও পুলিশ কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। হারুপার্টিগুলোর সঙ্গে ডিরেক্টর মিলিটারী ইন্টেলিজেন্স সর্বক্ষণিক যোগাযোগ রয়েছে। পরাজয়ে ভীত পক্ষগুলোর মধ্যে বাম ও ডান দ্রুত একসাথে সমবেত হচ্ছে। এরা ‘রাজাকার’ ও ‘পাকিস্তান-বিরোধী’ স্লোগান দিয়ে খুনি হাসিনার পরিচিতন্তু মেরুকরণে নিজেদের ফিট করার চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

বিচলিত হবেন না; সবগুলো বুথেই সিসিটিভি আছে, এগুলোতে সকল ষড়যন্ত্রের ছবি ধারণ হয়ে থাকবে। ধৈর্য ধরুন, সাহসের সঙ্গে শান্তিপূর্ণ প্রতিরোধ জারি রাখুন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত