আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবেন না সাদপন্থিরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৩১
ইজতেমা মাঠ (ছবি সংগৃহীত)

নানা জটিলতা শেষে এবারের মত শর্ত সাপেক্ষে তাবলিগের সাদপন্থিদের বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি দিয়েছে সরকার। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি এই ইজতেমা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

উপসচিব আবু সাঈদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বিশ্বইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্তগুলো হলো- তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জোবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদের অনুসারীরা)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্তে ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমা করতে পারবেন। আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত