আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ

স্টাফ রিপোর্টার
আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলছে গোয়েন্দা পুলিশ।

কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

সেই অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।

এর আগে, রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন