চাঁদপ্রেমীদের জন্য দারুণ খবর। সুপার মুনের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৫ সালের প্রথম সুপারমুন দেখা যাবে আজ ৬ অক্টোবর।
এ সময় চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় এবং উজ্জ্বল দেখা যাবে। এদিন রাতে চাঁদের আলোর উজ্জ্বলতা ১৩ শতাংশ বেড়ে যায়।
জ্যোতির্বিদদের ভাষায়, এই সময় চাঁদকে 'হারভেস্ট মুন' বা 'সুপারমুন' বলা হয়, যা প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়।
বিরল এই দৃশ্য আজ ৬ অক্টোবর সোমবার রাত সোয়া ১২টার পর থেকে দেখা যাবে। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে সূর্যাস্তের পরপরই পূর্ব দিগন্তে চাঁদ উঠতে দেখা যাবে। দিগন্তের কাছাকাছি থাকা অবস্থায় চাঁদ স্বাভাবিকের তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখাবে।
দিগন্তের কাছে চাঁদ কখনো হলুদ বা কমলা রঙেরও দেখা দিতে পারে। এর কারণ হলো, পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলো ছেঁকে দেয় এবং লাল-হলুদ আলোকে সরাসরি আসতে দেয়। আরও একটি বিষয় হলো, এই সময় মুন ইলিউশনের প্রভাবে চাঁদকে বেশি বড় দেখায়।
সাধারণত পূর্ণিমার চাঁদ রাতভর ওঠে না, তবে হার্ভেস্ট মুনের সময় চাঁদ স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি ওঠে এবং একাধিক রাত ধরে আকাশে বড় আকৃতিতে দৃশ্যমান থাকে।
‘হার্ভেস্ট মুন’ নামটির পেছনে রয়েছে ইতিহাস ও কৃষির সঙ্গে জড়িত একটি প্রেক্ষাপট। প্রাচীনকালে, যখন বিদ্যুৎ ছিল না, তখন কৃষকেরা ফসল কাটার মৌসুমে সন্ধ্যার পরও চাঁদের আলোয় কাজ করতেন। এই সময় উজ্জ্বল চাঁদের আলো তাঁদের বাড়তি সময় মাঠে কাজ করার সুযোগ দিত। তাই একে ‘হার্ভেস্ট মুন’ বলা হয়।

