মদ্যপ অবস্থায় অসদাচরণ, উপ-খাদ্য পরিদর্শককে শাস্তিমূলক বদলি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৯: ১৩
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২০: ৩১

মদ্যপ অবস্থায় সরকারি দায়িত্ব ও দপ্তরের শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে উপ-খাদ্য পরিদর্শক মাইনুল হাসানকে বরিশাল বিভাগে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তিনি তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ৩০ জুলাই রাত সাড়ে ১১টায় মাইনুল হাসান মদ্যপ অবস্থায় তেজগাঁও সিএসডি প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিতে থাকেন। তার হাতে থাকা রড দিয়ে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকেন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এ ঘটনা নজরে আসলে, ফটক ইনচার্জ সিনিয়র খাদ্য পরিদর্শক আশিকুর রহমানকে তাৎক্ষণিক অবহিত করা হয়। তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে, কিছু বোঝার আগেই মাইনুল হাসান তাকে রড দিয়ে আঘাত করেন। আশিকুর রহমান প্রাণে রক্ষা পেলেও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন।পরে মাইনুল হাসানকে তার সহকর্মীরা সিএসডির ‘এ’ বিল্ডিংয়ে অবস্থিত সরকারি বাসভবনে নিয়ে যান। কিন্তু রাতভর তিনি গালিগালাজ ও উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন, যা স্থানীয় কর্মচারীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করে।

ঘটনার পরদিন সকালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তেজগাঁও সিএসডিতে এ বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন এবং বিচার দাবি করেন। কিন্তু দুপুর পর্যন্ত প্রতিকারমূলক কোনো ব্যবস্থা না আসায়, সকলে কর্মবিরতিতে যান। এতে সেবাগ্রহণে আগত ওএমএস ডিলারগণ এবং সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জামাল হোসেন ফোনে যোগাযোগ করে সংশ্লিষ্টদের শান্ত করেন এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসে কর্মীরা পুনরায় কাজে যোগ দেন এবং সিএসডিতে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

পরদিন রাতেই, খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে উপ-খাদ্য পরিদর্শক মাইনুল হাসানকে বরিশাল বিভাগে শাস্তিমূলক বদলি করা হয়।

মাইনুল হাসানের বিরুদ্ধে অতীতেও একাধিকবার মদ্যপ অবস্থায় সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। তিনি সিএসডি সংলগ্ন ‘মল্লিক চত্ত্বর’ এলাকায় বহিরাগতদের নিয়ে প্রায়শই অবস্থায় করেন বলে অভিযোগ রয়েছে।

এমন একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গই নয়, বরং সরকারি সম্পদ, নিরাপত্তা এবং সহকর্মীদের জীবনের ঝুঁকিতে ফেলা— যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত