ফিরতি ঈদযাত্রা

ট্রেনের ১৩ জুনের টিকিট বিক্রি শুরু

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৯: ১০
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯: ১৩
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ জুনের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলে চলাচলের ট্রেনগুলোর টিকিট।

বিজ্ঞাপন

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের ৩১ মে, ১১ জুনের ১ জুন এবং ১২ জুনের টিকিট বিক্রি হয়েছে গতকাল ২ জুন। আগামীকাল বুধবার বিক্রি হবে ১৪ জুনের টিকিট এবং ১৫ জুনের টিকিট পাওয়া যাবে আগামী ৫ জুন।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিন ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি গণ্য হবে। এ সময় কেনা টিকিট ফেরত দেয়া যাবে না। এক ব্যক্তি একসঙ্গে চারটি আসনের টিকিট একবার সংগ্রহ করতে পারবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত