
স্টাফ রিপোর্টার

এরই মধ্যে উত্তরাঞ্চলে শীত অনুভূত হতে শুরু করেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে সকালের দিকে হালকা শীতে কাঁথা গায়ে দিতে হচ্ছে। শীত এবার রাজধানী ঢাকায় নভেম্বরের শেষের দিকে শীত শুরু হলেও আগামী সপ্তাহ থেকেই দ্রুত তাপমাত্রা কমে দেশের উত্তরাঞ্চলে শীতের আভাস মিলতে পারে।
এছাড়া মাসের শেষ দিকে সারা দেশেই জেঁকে বসতে পারে তীব্র শীত; এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার রাতে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক আমার দেশকে বলেন, কয়েকদিনের বৃষ্টির কারণে তাপমাত্রা কমে বর্তমানে হালকা শীত অনুভূত হচ্ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে শীত নামবে। ডিসেম্বরের প্রথমার্ধে ঢাকাতেও শীতের প্রকোপ বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্যে সোমবার ফেনি এবং কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, আগামী তিন মাসে শৈত্যপ্রবাহ হতে পারে ১০টি। এর মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে তিনটি শৈত্যপ্রবাহ। এতে শীত মৌসুমে কাবু হতে পারে দেশবাসী।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে এ মাসে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসব কারণেই শীতের অনুভূতি আগেভাগেই বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এবার শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, সব কিছু স্বাভাবিক থাকলে ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে এবং মাস শেষে সারা দেশে ছড়িয়ে পড়বে। তবে ডিসেম্বরের আগে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

এরই মধ্যে উত্তরাঞ্চলে শীত অনুভূত হতে শুরু করেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে সকালের দিকে হালকা শীতে কাঁথা গায়ে দিতে হচ্ছে। শীত এবার রাজধানী ঢাকায় নভেম্বরের শেষের দিকে শীত শুরু হলেও আগামী সপ্তাহ থেকেই দ্রুত তাপমাত্রা কমে দেশের উত্তরাঞ্চলে শীতের আভাস মিলতে পারে।
এছাড়া মাসের শেষ দিকে সারা দেশেই জেঁকে বসতে পারে তীব্র শীত; এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার রাতে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক আমার দেশকে বলেন, কয়েকদিনের বৃষ্টির কারণে তাপমাত্রা কমে বর্তমানে হালকা শীত অনুভূত হচ্ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে শীত নামবে। ডিসেম্বরের প্রথমার্ধে ঢাকাতেও শীতের প্রকোপ বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্যে সোমবার ফেনি এবং কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, আগামী তিন মাসে শৈত্যপ্রবাহ হতে পারে ১০টি। এর মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে তিনটি শৈত্যপ্রবাহ। এতে শীত মৌসুমে কাবু হতে পারে দেশবাসী।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে এ মাসে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসব কারণেই শীতের অনুভূতি আগেভাগেই বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এবার শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, সব কিছু স্বাভাবিক থাকলে ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে এবং মাস শেষে সারা দেশে ছড়িয়ে পড়বে। তবে ডিসেম্বরের আগে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনে প্রার্থীকে জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
কারওয়ানবাজারের মায়ের দোয়া স্টোরের ইমাম উদ্দিন বাবলু বলেন, সরকারের কঠোর হুঁশিয়ারির কারণে কোম্পানিগুলোর ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা বাজারে কার্যকর হয়নি। তবে কোম্পানিগুলো আগে যে পরিমাণ কমিশন দিত তা কমিয়ে দিয়েছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ তুরস্কের সঙ্গে হাতে হাত রেখে উভয় দেশের জনগণের ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৯ ঘণ্টা আগে
সাবেক মুখ্য সচিব, অর্থনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ড. কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
১২ ঘণ্টা আগে