আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া

বিশেষ প্রতিনিধি

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া। বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জনগণের সরাসরি মতামত গ্রহণের একমাত্র গণতান্ত্রিক পথ হলো গণভোট।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা, সাংবাদিকের কলমের স্বাধীনতা, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার পথে অগ্রসর হওয়া।

দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, এই গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। এটি একটি নৈতিক ও নাগরিক সিদ্ধান্ত।

মন্ত্রণালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ থেকে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণ রাষ্ট্রের একটি সুস্পষ্ট রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে প্রতিফলিত করে। এটি নারীদের করুণা বা দয়ার জায়গা থেকে বের করে অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন