ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যা দিল বাংলা একাডেমি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৩: ০৪
ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল শনিবার দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলন ডেকেছিলেন। তবে পরে ওই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। সংবাদ সম্মেলন স্থগিতের কারণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে বাংলা একাডেমি।

বিজ্ঞাপন

সেদিন রাতে বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, সাংবাদিকদের খবর দেয়ার দায়িত্ব যাদের দেওয়া হয়েছিল, তারা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেননি। নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে মাত্র ৫ জন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের জন্য আরো দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষমেষ আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রায় শূন্য সভাকক্ষের সেই ছবি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়, যা নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা শুরু হয়।

পরে রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনটি স্থগিত করার বিষয়ে গণমাধ্যমের কিছু প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। মূলত আজকের সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগে জানা যায়, সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শাখা সংস্কৃতি বিটের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেনি।

সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় বাংলা একাডেমি জানায়, যেহেতু আজকের সংবাদ সম্মেলনটি মূলত সংস্কৃতি বিটের সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়েছিল, তাই তৎক্ষণাৎ এই বিষয়ে দুঃখ প্রকাশ করে পরবর্তী সুবিধাজনক সময়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই ‘যথাবিহিত ব্যবস্থা গ্রহণপূর্বক’ স্থগিত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এ নিয়ে বাংলা একাডেমি সংস্কার বিষয়ে এই সংবাদ সম্মেলন দ্বিতীয়বারের মতো স্থগিত হলো। এর আগে গত বৃহস্পতিবার দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানিয়েছিল বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। পরে সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের সূচি ঠিক করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত