ইসলামী ব্যাংক থেকে এস আলমের নিয়োগপ্রাপ্তদের বরখাস্তের দাবিতে মানববন্ধন

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০: ৫৪
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১০: ৫৭

ইসলামী ব্যাংককে এস আলমের সময় অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে সচেতন ব্যাংকের সমাজ, গ্রাহক ফোরামসহ কয়েকটি সংগঠন।

বিজ্ঞাপন

রোববার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভকারীরা বলেন, পটিয়া বাহিনীসহ ও এস আলমের অবৈধ দখলদাররা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করেছে। এর প্রতিবাদে ও দখলদারমুক্ত ইসলামি ব্যাংক গঠনের লক্ষ্যে এ সমাবেশে আয়োজন করা হয়।

islami bank-1

এস আলম গ্রুপ ২০১৭ সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয়। এস আলমের দখলের আগে ২০১৬ সাল শেষে ব্যাংকের জনবল ছিল ১৩ হাজার ৫৬৯ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলার ছিল ৭৭৬ জন। বর্তমানে ব্যাংকটিতে প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এর প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রাম বিভাগের। এরও বেশির ভাগ পটিয়া উপজেলার। এসব কর্মকর্তাকে এস আলম নিয়ম ভেঙে নিয়োগ দেন। এ নিয়োগের ফলে দেশের ৬৩ জেলার চাকরিপ্রত্যাশীদের বঞ্চিত করা হয়। একটি জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দেয়ায় ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধসে পড়ে। এসব মানহীন কর্মকর্তা-কর্মচারীর যোগদানের পর থেকে ব্যাংকের গ্রাহকসেবার মান ক্ষুণ্ণ হয়।

গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর ব্যাংকের একচ্ছত্র কর্তৃত্ব হারায় এস আলম গ্রুপ। এরপর থেকে তার সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া পাঁচ হাজার ৩৮৫ জন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেয় এক সময়ের দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটি। এজন্য গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে ইসলামী ব্যাংক। এর মধ্যে মাত্র ৪১৪ জন পরীক্ষায় অংশ নেন। তবে ধরা পড়ার ভয়ে যেসব কর্মকর্তা অংশগ্রহণ করেননি তাদের মধ্যে প্রায় ২০০ জনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরখাস্ত করা হয়। আর ব্যাংকের নির্দেশনা অমান্য করায় চার হাজার ৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত