আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলা টিভির এমডি সামাদুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
বাংলা টিভির এমডি সামাদুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা টিভি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

দুদক জানায়, সৈয়দ সামাদুল হক ৪ কোটি ৫ লাখ ২১ হাজার ৭৫৬ টাকা মূল্যের জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, অপরাধলব্ধ অর্থের মধ্যে ৩ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৪৪ টাকার কোনো বাস্তব অস্তিত্ব না থাকা সত্ত্বেও তা রূপান্তর দেখিয়ে বৈধ হিসেবে প্রদর্শনের চেষ্টা করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে প্রাপ্ত সম্পদের বিবরণ অনুযায়ী, অনুসন্ধানকালে সৈয়দ সামাদুল হকের মোট প্রাপ্ত সম্পদের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৭৭১ টাকা। এর বিপরীতে সম্পদ অর্জনে তাঁর বৈধ আয়ের পরিমাণ পাওয়া গেছে ৭ কোটি ৩৪ লাখ ১০ হাজার ৯০৮ টাকা। ফলে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৮৬৩ টাকা।

এ অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন